এটি ঢাকা জেলায় ধামরাই থানাধিন সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর গ্রামে অবস্থিত । এই বিদ্যালয়টি অনেক পুরাতন বিদ্যালয়টি । এই বিদ্যালয়ে প্রায় 1362 জন ছাত্র ছাত্রি আছে । এই বিদ্যালয়ে ছেলে-মেয়ে উভয় ই পাঠদান দেওয়া হয় । এই প্রতিষ্ঠানে প্রায় 30 জন শিক্ষক-শিক্ষিকা আছেন । এই প্রতিষ্ঠানের পাশরে হার 92% । এই প্রতিষ্ঠানে ৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন - ১টি, ৩ কক্ষ বিশিষ্ট একতলা ভবন - ৪টি, ২ কক্ষ বিশিষ্ট একতলা ভবন - ২টি, নামাজের জন্য ২ কক্ষ বিশিষ্ট টিন সেড - ১ টি, খেলার মাঠ, পুকুর - ১টা, অল্প পরিমাণ আবাদী জমি ।
১৯৩২ খ্রিস্টাব্দে ১ লা জানুয়ারী স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগীতায় বাবু পূর্ণেন্দু নাথ চক্রবর্তী কর্তৃক মাইনর স্কুল হিসাবে যাত্রা শুরু। ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ লা জানুয়ারী হইতে SUAPUR NANNAR H E SCHOOL নামে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রদান ।
এটি ঢাকা জেলায় ধামরাই থানাধিন সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর গ্রামে অবস্থিত । এই বিদ্যালয়টি অনেক পুরাতন বিদ্যালয়টি । এই বিদ্যালয়ে প্রায় 1362 জন ছাত্র ছাত্রি আছে । এই বিদ্যালয়ে ছেলে-মেয়ে উভয় ই পাঠদান দেওয়া হয় । এই প্রতিষ্ঠানে প্রায় 30 জন শিক্ষক-শিক্ষিকা আছেন । এই প্রতিষ্ঠানের পাশরে হার 92% । এই প্রতিষ্ঠানে ৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন - ১টি, ৩ কক্ষ বিশিষ্ট একতলা ভবন - ৪টি, ২ কক্ষ বিশিষ্ট একতলা ভবন - ২টি, নামাজের জন্য ২ কক্ষ বিশিষ্ট টিন সেড - ১ টি, খেলার মাঠ, পুকুর - ১টা, অল্প পরিমাণ আবাদী জমি ।
ক্রমিক নং | শিক্ষকের নাম | পদবি |
০১ | জনাব কে, এম আসাদুজ্জামান | সভাপতি |
০২ | জনাব মোঃ ফজলুল হক | শিক্ষক প্রতিনিধি |
০৩ | জনাব মোঃ তোফাজ্জল হোসেন | শিক্ষক প্রতিনিধি |
০৪ | জনাব শংকরী সাহা | শিক্ষক প্রতিনিধি |
০৫ | জনাব আব্দুস সালাম | অভিভাবক প্রতিনিধি |
০৬ | জনাব আক্তারুজ্জামান খান | অভিভাবক প্রতিনিধি |
০৭ | জনাব আঃ খালেক | অভিভাবক প্রতিনিধি |
০৮ | জনাব মোঃ শাহাদত হোসেন | অভিভাবক প্রতিনিধি |
০৯ | জনাব শিউলী আক্তার | অভিভাবক প্রতিনিধি |
১০ | জনাব মোঃ আজিজুর রহমান | দাতা সদস্য |
১১ | জনাব মোঃ হাফিজুর রহমান | কো-অপ্ট সদস্য |
১২ | প্রধানশিক্ষক | সদস্য সচিব |
পরীক্ষার বছর | জে.এস.সি পাশের হার | এস.এস.সি পাশের হার |
২০১৩ | ´ | ৮২ |
২০১২ | ৯৬ | ৯২ |
২০১১ | ৯৭ | ৯১ |
২০১০ | ৮১ | ৭৬ |
২০০৯ | ´ | ৬২ |
শিক্ষা বৃত্তি তথ্য সমূহঃসরকারী বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ৫ জন, সপ্তম শ্রেণিতে ৬ জন, অষ্টম শ্রেণিতে ৬ জন, নবম শ্রেণিতে ৬ জন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় এ গ্রুপে ৫ জন, বি গ্রুপে ৫ জন, সি গ্রুপে ১ জন, ডি গ্রুপে ৩ জন পুরস্কার পেয়েছে । অত্র বিদ্যালয় হতে শিক্ষা প্রাপ্ত শত শত ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা লাভ করে সুনাগরিক হয়ে দেশে বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশ ও জাতির সেবায় অবদান রেখেছেন এবং বর্তমানেও রেখে চলেছেন
অবকাঠামোগত উন্নতি সাধন ও শিক্ষার গুনগত মানোন্নয়নের মাধ্যমে আদর্শ বিদ্যাপীঠ হিসাবে গড়ে তোলা।
E-mail: nannarsuapur@yahoo.com EIIN-107924
ডাকঘর - সুয়াপুর, ১৮২০, উপজেলা - ধামরাই, জেলা - ঢাকা।
ঢাকা জেলায় ধামরাই উপজেলা পরিষদ হতে ৮ কি মি পশ্চিমে শ্রীরামপুর বাস স্ট্যান্ড। শ্রীরামপুর বাস স্ট্যান্ড হতে সুয়াপুর বাজার ৫ কি মি দক্ষিণে আবস্থিত ।
শ্রেণি | ১ম | ২য় | ৩য় |
ষষ্ঠ | নাবিল আহমেদ খান | আমিরুল ইসলাম | ছাব্বির আহমেদ |
সপ্তম | মোঃ সোহান মোল্লা | মোঃ শহিদুল ইসলাম | মোঃ আলমাস মিয়া |
অষ্টম | আফরোজা খানম | যুবরাজ | মোঃ আশরাফুল ইসলাম |
নবম | সৈকত দাস | উজ্জ্বল চন্দ্র মন্ডল | মোঃ নজরুল ইসলাম |
দশম | রাধা রাণী সাহা | আফরিন আক্তার লিমা | মোঃ জসিম উদ্দিন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস