Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আলাদিন পার্ক
বিস্তারিত

ধামরাইয়ে গড়ে উঠেছে আধুনিক বিনোদনকেন্দ্র আলাদীন পার্ক

ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে প্রাকৃতিক পরিবেশে সুবিশাল জায়গায় গড়ে উঠেছে বিনোদনকেন্দ্র, যা আলাদীন্স পার্ক।

রাজধানীর উপকণ্ঠে সাভার উপজেলা সদর থেকে নদী পার হয়ে মাত্র কয়েক মিনিটের পথ। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা/কুল্লা বাসস্ট্যান্ডের সেতুর দক্ষিণে কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় রয়েছে এ পার্ক। 
এ পার্কে রয়েছে ওয়াটার পার্ক ও রিসোর্ট, সু-বিশাল ড্রাই পার্ক ও আর্টিফিশিয়াল লেক। বড় ও ছোটদের জন্য অত্যাধুনিক রাইড, সু-বিশাল পিকনিক স্পট এবং কনভেনশন হল। 
বড় ও ছোটদের জন্য বিনোদনের রাইডগুলোর মধ্যে রয়েছে বাম্পার কার, বুল রাইড, ডাবল ডেক কেরোসেল, স্পিড স্পিনিং কার, হাইড্রলিক পেন্ডুলাম, সুপার সুয়িং, মিনি সুইট ড্যান্সিং, কিডি বল গান, মিনি গেমস, ট্রেন, কিডি রাইডস জোন, প্যালে বোট ও ডায়নামিক সিনেমা হল। 
কর্মব্যস্ত ক্লান্ত জীবনে একটু প্রশান্তির জন্য সপরিবারে রাতে থাকতে পারেন এ পার্কের ভেতরে অন্যপাশের রিসোর্ট সেন্টারে। এখানে রয়েছে আধুনিক মানের কক্ষ। কক্ষের ভেতরে উন্নতমানের বিছানা ও অন্যান্য জিনিসপত্র। আপনি ইচ্ছে করলে কক্ষে বসেই যে কোনো ধরনের খাবারের অর্ডার করতে পারেন। 
এ পার্কে বিনোদনের পাশাপাশি পরিবার পরিজন এমনকি সংগঠন-সমিতির সভা-সমাবেশ করার জন্যও পাচ্ছে কনভেনশন হল এবং সুবিশাল পিকনিক স্পট।
গত বছর ২০১৬ সালে ধামরাইয়ের আলাদীন্স পার্কটি উদ্বোধন করা হয়।
পার্কের স্বত্ব¡াধীকারী মো: আলাউদ্দিন বলেন, মানুষের বিনোদনের জন্যই এ পার্ক করেছি। এই পার্কের আগে আরো আধুনিক মানের একটি পার্ক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ি এনায়েতপুরে রয়েছে তার।

Travel Routes ( Aladin's Park- Dhamrai )
.
1. Aricha-Manikgonj Highway- Dhamrai Jopura Bridge - Kulla Union Road - Sithi Palli- Aladin's Park (Around 6.5 km from Main Road)

2. Savar- Savar Thana Station Road- Savar Nama Bazar Bonsai river new Bridge - Sithi Palli, Kulla Union- Aladin's Park ( Around 5.5 km from Main Road )

Contact us @ 01610555055 or 01610555022