Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা পরিসংখ্যান অফিস
বিস্তারিত

উপজেলা পরিসংখ্যান অফিসটি উপজেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় অবস্থিত।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত আদম, কৃষি ও অর্থনৈতিক শুমারি এবং বিভিন্ন জরিপের তথ্য প্রদান করা হয়। এ সর্ম্পকিত কি কি তথ্য প্রয়োজন তার জন্য উপজেলা পরিসংখ্যান অফিসার বরাবর আবেদন করতে হয়। উক্ত তথ্য উপজেলা পরিসংখ্যান অফিসে বিদ্যমান থাকলে ৩ কর্মদিবসের মধ্যে প্রদান করা হয়।

সিটিজেন চার্টার

নাগরিক সনদ

(Citizen Charter)

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

 

লক্ষ্য(Vision)

জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে আর্মত্মজাতিকভাবে প্রতিষ্ঠা লাভ।

 

দায়িত্ব (Mission)

বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক জনসংখ্যা, কৃষি, জাতীয় আয় ও বানিজ্য, স্বাস্থ্য ও পুষ্টি, শিল্প ও শ্রম সংক্রামত্ম বিষযে সঠিক ও মান সম্মত হাল নাগাদ পরিসংখ্যান সরবরাহ করা। পাশাপাশি নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, শিক্ষবিদ, প্রশাসক, গবেষক ও সুশীল সমাজের চাহিদা মোতাবেক গবেষনা/জরিপ কার্য পরিচালনার মাধ্যমে সংগৃহীত তথ্য ও উপাত্ত প্রকাশ ও সরবরাহ করা হয়।

 

সেবাসমুহঃ

 

  1. দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষ গ্রন্থ প্রকাশ;
  2. প্রতি দশ বছর অমত্মর আদমশুমারি, কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ;
  3. মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক  যথাঃ সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরম্নপন ও প্রকাশ;
  4. ভোক্তার দৈনন্দিন জীবন যাত্রায় ব্যবহৃত খাদ্য বহিভর্হত পণ্য অমর্ত্মভহক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) নিরম্নপণ ও প্রকাশ;
  5. বৈদেশিক বানিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
  6. বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরি হার ও মজুরি সূচক প্রস্ত্তত ও প্রকাশ;
  7. বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রামত্ম পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
  8. শিশু পুষ্টি ও শিশুদের অবস্থা সর্ম্পকিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ;
  9. মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্য তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরম্নপনের জন্য জেন্ডার স্ট্যাটিসটিকস (Gender Statistics) প্রস্ত্তত ও প্রকাশ; এবং
  10. খানার আয় ও ব্যয় নির্ধারন জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্য পরিস্থিতি সর্ম্পকিত তথ্য প্রস্ত্তত ও প্রকাশ।
label.column.field_projects

উন্নয়ন কাজ চলছে

যোগাযোগ

উপজেলা পরিসংখ্যান অফিসার

ধামরাই, ঢাকা